এই খানেতে স্বর্গ আমার
এমনি যদি থাকি
নাইবা থাকুক ধন-সম্পদ
প্রেমে বেঁধে রাখি ।।

এই খানেতে আলোর পাহাড়
ঝর্ণা ধারায় সুর
এই খানেতে আকাশ হাসে
নিত্য জাগে ভোর ।।

আর তো কিছু চাইনা আমি
স্বপ্ন নিয়ে বাঁচি
অন্ধকারে ঝড়ের দিনে
রইবো কাছাকাছি ।।

স্বর্গ কোথায় কোন্ আকাশে
জানিনা কত দূরে
শুধু জানি  স্বর্গ আমার
আছে হৃদয় জুড়ে ।।

এই আকাশে ভরা থাকুক
সুখের জোছনায়
এমনি হেসে যেন সুখে
জীবন কেটে যায় ।।

১২ মে ২০১৬।