সুখ পাখিটা খুঁজতে আমি
হলাম দেশান্তর –
ধুলোর পথকে আপন মেনে
পর করেছি ঘর ।।

যেতে যেতে পথের পাশে
সুধাই নদীর কাছে  
হারিয়ে যাওয়া সুর-ছন্দ
আছে তোমার কাছে ?

নদী ছুটে মুখ ফিরিয়ে
কথা হয়না শেষ  
নদীর স্রোতে গা ভাসিয়ে
হলাম নিরুদ্দেশ ।।

নদী এসে আছড়ে পড়ে
নীল পাহাড়ের বুকে
আড়াল হতে গানের পাখি
উঠল সুরে ডেকে ।।

ঝরনা এসে যায় মিলিয়ে
স্রোতসিনীর বুকে
পাহাড় বলে এ নয়তো গান
কান্না ঝরে শোকে ।।

কোথায়ও আমি পাইনা খুঁজে
আমার গানের পাখি-
নীল আকাশে মেঘের দেশে
আশায় চেয়ে থাকি ।।

আকাশ থেকে মেঘের ডাকে
বৃষ্টি পড়লো ঝরে
বললো আকাশ কান্না দেখো
রয়েছে বুক জুড়ে ।।

নদী-পাহাড়-আকাশ সবই
দু:খ লয়ে বাঁচে -
ওদের মত দু:খ সেতো
আমার ঘরেও আছে ।।

নিরুদ্দেশের পথটি ছেড়ে
আবার ফিরি ঘরে -
যা ছিল তা আগলে ধরে
বাঁচি নতুন করে ।।

১৩ মার্চ ২০১৬।