শিউলি ফোটা জন্মদিন
আঁধারে ফোটা শিউলি দল
নিভে যায় প্রাতঃকালে
সারা দিনমান গন্ধ তবুও
না শুকায় তার ভালে ।।
তেমনি তুমি শিউলি কুসুম
দুঃখের বৃক্ষসম
নির্মল প্রেমে হৃদয় নন্দন
ভরা অন্তর মম।।
জীবন তোমার তেমনি উজ্জ্বল
যেমন আকাশের তারা
স্বীয়-পরিজন, বন্ধু-স্বজন
তোমাতে আত্মহারা ।।
জন্ম তোমার হোক শতবার
থেকো প্রেমস্বরে
কর্ম হোক শিউলি ফোটা
অর্ঘ বেদীর পরে ।
শুভ জন্মদিন-
প্রিয় Shiuly Maria Rozario এর জন্মদিনে লেখা কবিতা উপহার
রচনাকাল ৫ মার্চ, ২০২২