শেষ দিনের অপেক্ষা
--------------------
তোমার চিঠিটি যখন হাতে পেলাম-
শেষ প্রদীপটি জ্বলছিল আমার শয্যা পাশে ;
সকলেই বলছিল আর কিছুক্ষণের মধ্যে
নিভে যাবে ঘরের সমস্ত আলো ।
ক্ষীন আলোয় চিঠির শব্দগুলো
আমার চোখে জ্বলজ্বল করছিল
আস্তে অাস্তে চোখ ঝাপসা হয়ে এলো
ভারি নিঃশ্বাস বুকে চেপে বসলো
শক্ত করে চিঠিটি বুকে চেপে রাখলাম
শেষ লাইনটি আর পড়া হলো না আমার
কিন্তু কানের কাছে সেই পরিচিত কণ্ঠ
ঠিক যেন তোমারই মত- বলে উঠলো
" জীবনের শেষ দিন হলেও আমি
তোমার কাছেই ফিরবো...."

আমারও বিশ্বাস ছিল
আজই তুমি আসবে কারণ
গভীর বিশ্বাসে আমি বসে ছিলাম
এই শেষ দিনের অপেক্ষায়....

৩০ মে ২০১৭।
ঢাকা, বাংলাদেশ।