(সংশোধিত)

ফিরে এসো কবি!!
মুছে যাক্ অনিষ্ট-ক্ষত;
অশুভ ঘূর্ণি হোক শান্ত !
ফিরে আসুক হৃদে পূর্ণ স্পন্দন;
আবার শুরু হোক শব্দের গুঞ্জন।


বুকে বেজে উঠুক দুরন্ত নিঃশ্বাস
মিশে থাক প্রণয়, গভীর বিশ্বাস।।
তুমি বেঁচে থাকো কাল-কালান্তর
তব পরমায়ু হোক অবিনশ্বর !!!

তোমার কথায় শুনি আকাশবাণী
তাতেই তুষ্ট হয় দেবতাও জানি।।
জেগে উঠে প্রাণ, মহাবিশ্ব, মহীমণ্ডল;
তুমি সৌম্য, পরম আরাধ্য
তুমিই হৃদয়ে আলোক-শতদল !!!!

চোখ মেলো, ঘুরে দাঁড়াও আবার
করো চূর্ণ অসম বোধের  অহংকার!!
অস্ত্রের সামিল হোক ঐ দুটো হাত
শব্দের হুঙ্কারে থেমে যাবে সংঘাত।।

ফিরে এসো তুমি-
আবার ছড়িয়ে থাক্ সুগন্ধ উপবণে
চিত্ত প্রফুল হোক, তোমার বাণী শ্রবণে।।
আজ জীবনের হোক জয়
হোক মৃত্যুর পূর্ণ ক্ষয়।।
দূর হোক তাড়িত গাত্রের ভার
হোক সন্ধি, জীবন ও আত্মার ।।

তোমার নিঃশ্বাসে বাঁচে শত প্রাণ
বিলীন হয় জীবনের জঞ্জাল;
তোমার কাব্যকথা চির অম্লান
মননে যতনে সে যে আহবমানকাল  ।।

জেগে ওঠো আবার!!
হে আলোর দেব, আনো প্রভাত;
সূর্যকে ছুঁই, আকাশে বাড়াই হাত।।
আলোকহীন ধরণীতে
তোমার ফেরার পথ অনিবার্য
হে গ্রহরাজ!!
অনন্তকাল স্বরূপে তুমি বিরাজ।।
ভরিয়ে দাও মায়ের স্নিগ্ধ আঁচল;
প্রফুল্ল করো ভগ্নহৃদয়,
ফিরে এসো-
মুছে দাও চোখের জল।।

শব্দেরা খেলা করুক আলস্য উঠানে
ভেসে আসুক গান ভাটির উজানে;
ফিরে এসো তুমি-
থেকো না আর নিঃশ্চুপ;
তোমার জন্য দুঃখতাপে পোড়াই হৃদয়
দেবালয়ে কেঁদে জ্বেলে যাই ধুপ।।
যদি এই হয় প্রয়োজন-
তবে হয় হোক জীবন বিনিময়;
র্পর্ণহূতি হোক আমার ক্ষুদ্র প্রাণের-
ফিরে আসুক তোমার প্রাণবায়ু-
জীবন হোক মধুময় !!!!!
ফিরে এসো কবি-
এই আমার শেষ অনুরোধ
আবার জেগে ওঠো তুমি
জেগে উঠুক জীবনবোধ!!

২ অক্টোবর, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।