সেই দেবতা
======
এত যে ভালবাসি, এত যে সাধি
তবুতো সখার, মন পাওয়া দায়
এমন সাধিলে, সয়ং ভগবানই
চরণ ফেলিয়া, যেতো বুঝি হায় ।।

তার নাম যপে, নিশি যায় চলে
ব্যথার যে জল, দুই চোখে ঝরে
কোন্ কাজে তার, কাটে সারাবেলা
দেখেনা এ মন, কেঁদেকেঁদে মরে ।।

কত ফুল আনি, গাঁথি তার মালা
তারই বিরহে, পুড়ে কত ধূপ
হে ভগবান এবার, ফেরাও তারে
মলিন হলো কেঁদে, রাধিকার রূপ।।

নিদ্রাবিহীন রাত্রি, কাটে কত রাত
মনে মনে ভাবি, এই বুঝি এলো
তার যে বাঁশি, বাজে খুব কাছে
ভেবে ভেবে দেখি, ভোর হয়ে হলো ।।

কত ঝড় বহে, মেঘ ডেকে যায়
মন মন্দিরে হায়, দীপ নিভে-জ্বলে
দাসী হয়ে রোজ, থাকি তার পায়ে
নাই শোকতাপ, যদি সে না ভোলে ।।

ভৈরবী সুরে, কেযে যায় ডেকে
নাম যেন তার, শুনি সেই সুরে
এত ভালবাসি, এত যারে সাধি
সেই দেবতা তবু, রয়ে যায় দুরে ।।

২ মে ২০১৭
ঢাকা, বাংলাদেশ