সে চলে যাবার পরও
বারান্দায় দাঁড়িয়ে থেকেছি বহুবার
তার ফিরে আসার অপেক্ষায়-
প্রহরগুলো কেটেছে মূর্তিমানের মত
দুইচোখ ছিল ধীর-স্থির,
কেঁদেছি কাতরে, তীব্র যন্ত্রণায়।

সূর্য চুম্মন এঁকেছে ক্লান্ত ললাটে
তার চাহনী যেনো চিতার আগুন
ভস্মীভূত হয়েছে হৃদয়-সয়েছি যাতনা
ছাইয়ের মত ওড়ে গেছে মন
তাপদাহে রিক্ত হয়েছি বারবার
বিষাদে ভরে গেছে তীব্র বাসনা!

কোথা হতে উড়ে আসে বাতাস
ভেবেছি এ বুঝি তারই প্রণয়
যেমন জড়ায়ে ছিলো এতকাল-
এ আমার ভুল! মেতেছে প্রলয় নৃত্যে
অশান্ত ঝটিকার মত
সজোরে আঘাত এনেছে ব্যথিত চিত্তে।

সে চলে যাবার পর-এতকিছু সয়েও
বারান্দায় দাঁড়িয়ে থেকেছি বহুবার
তার ফিরে আসার অপেক্ষায়-
কতদিন গেল, কত রাত গেল
আঁধারের পর পূর্ণচন্দ্রও দেখা দিল
সকরুণ চোখে জমে ওঠে মেঘ
সব আশা মুছে দিয়ে
অঝোর ঝাপটায় কেবল বৃষ্টি ঝরে যায়!