সকলেই চমকে ওঠবে
ছি! ছি! করবে কেউ কেউ
তবুও কিছুই করার নেই-
জীবনটা ক্রমশঃ অস্থির হয়ে উঠছে,
কারো মুখে কোনো কথা জোটেনা এখন
এ তো ঘর নয়;
যেনো নীরব আস্তানায় অস্থির দিন যাপন।
ভাবছি সংসারের সীমানা ছাড়বো
শুরু করবো স্বেচ্ছানির্বাসিত জীবন
দূরে, বহুদূরে- গৃহহীন হবো-
ভুলে যাবো কষ্টের কি রূপ!
পড়ে থাকুক শূন্য ঘর, পরিত্যাক্ত বারান্দা
সংসার ভরে থাকুক ঝুলে,
গড়ে উঠুক দুঃখের স্তুপ।।