শান্তির ডঙ্কা বাজাও, কে আছো বীর
থামাও যুদ্ধ, এসো অর্জুন-যুধিষ্ঠির
রাখো হাত কম্পিত ধরার পরে-
মুছাও, যে চোখে ভয়ের অশ্রু ঝরে।
অধিক শক্তিরূপে আল্লাহ ও ভগবান
সেই রূপে আছো ঈশ্বরও বলবান।
কথা কও এসে যুদ্ধের ময়দানে
তৌফিক করো দান সংঘাত নির্বাণে।
দাম্ভিকের প্রাণে শুনাও উচ্চবাণী
ঘুচে যাক যত যুদ্ধের গ্লানি
ন্যায়ের খণ্ডা উঠুক জেগে
ভরাও সকল প্রাণ স্নেহের আবেগ ।
কাঁপে কৃষ্ণ সাগরের জল, প্রলয়ে
এসো প্রেমিক-কৃষ্ণ,
বাঁধো গভীর প্রণয়ে ।।
আছো কে রুদ্র, প্রলয় মূর্ত
এসো হে পুত্র, না হও ধূর্ত
বাঁচাও ধরণী, মানব কুল
বৃষ্টির সুধায় ফোটও ফুল ।।
শিশু-বৃদ্ধের আজ বিচলিত প্রাণ
কোথায় আছো শৈল সন্তান ?
নামাও ঢাল তরবারীর মুখে
রুশের প্রতাপ, আগ্রাসী মুলুকে ।
ক্ষমতার দম্ভ আর নয়, আর নয়-
এবার অকুণ্ঠ চিত্তে থাকো সবে তন্ময় ।
রচনাকাল: ০১/০৩/২০২২