কতবার তোর হাত ধরতে চেয়ে
আমার হাত শূন্য রেখেছি-
ঝরা পাতারা মর্মর ধ্বনি তুলে
ঝরে পড়েছে আমার শূন্যহাতে
তোর মুষ্ঠিবদ্ধ হাতে নুইয়ে পড়েছে
আমার সকল কথার ভার -
তোর নিরবতা- তোর উদাসীনতা
বিক্ষত করেছে আমার হৃদয় ।।
কতবার তোর পিছু নিতে গিয়ে
পথ হারিয়েছি পথে
ঘন অরন্যের রোদনে
থমকে গেছি বারবার
তবু রক্তাক্ত পায়ে, ব্যথায়
পথ হেটেছি দুর্গম পথে ।।
কত রাত নির্ঘুম কাটিয়েছি
তুই আসবি বলে-
জ্বলতে জ্বলতে ঝিমিয়ে পড়েছে
আমার আশার প্রদীপগুলো
ছলছল চোখের রোদনভরা অশ্রু
ঝরে পড়েছে বারবার ।।
অনেক গানও বেঁধেছি
তোকে শোনাবো বলে,
মেঘের গর্জনে থেমে গেছে গান
ছন্দহীন ঢেউ জেগে উঠেছে
বৃষ্টিঝরা বুকের গভীরে ।।
অনেক কথা গুছিয়ে রেখেছি
বাতাসের গন্ধ মেখে
তোর কানে কানে মধু ঢালবো,
বিবাগী সব কথারা আজ
আছড়ে পড়ে খরস্রোতা নদীতে
জলের সাথে হারিয়ে যায় দূরে ।।
তোকে কাছে পাবো ভেবে
কত বসন্তের সাজে সেজেছি
চৈত্রের দাবদাহে মুছে গেছে রঙ
ঝড়ো বাতাস উড়ে এসে
তোলপাড় করে গেছে আমার
শাড়ীর আঁচলের ভাজ ।।
আজও
আমার হাত শূন্য-
আমার পা রক্তাক্ত-
দুচোখ নিদ্রাহীন-
এলোমেলো রুক্ষ সাজ
কথারাও নির্বাক ।।
শুধু আমার ভাবনারা
এখনও সাজানো পরিপাটি
তোকে পাবার জন্য ।।
২৫ সেপ্টেম্বর ২০১৬