রক্তাক্ত অক্ষর
আমার প্রসব বেদনা উপেক্ষা করেই
রক্তমেখে বেরিয়ে আসে কিছু অক্ষর ;
পায়ের আওয়াজে ঘুমভাঙে নৈশব্দের
নাড়ি টান আটকে থাকে গর্ভের ভিতর।।
খেপেছে পুত্র আমার, ঘুচাবে অমানিশা
সূর্য প্রভাতে আকাশে উঠবে ভেসে
মাতাবে পৃথিবী উজ্জ্বল আলোর উৎসবে
মঙ্গল শোভাযাত্রায় এগিয়ে যাবে হেসে।
গায়ে জড়ানো রক্ত, মাতৃ জঠরের গন্ধ
তবুও ক্ষ্যাপা পথ হাঁটে দুর্বার তার গতি ;
দেখে বীরবত্ন ছেলে, সকলের চক্ষুস্থির
না মানে বাধা, না আছে মনে ভয় ভীতি।।
অব্যক্ত সকল কথা উচ্চারিত হয় মুখে
কণ্ঠে বাজে আগামী দিনের বাণী ;
পুরাতন স্মৃতি যত হেঁটে যায় পিছে
প্রভাতের আঙ্গিনায় উঠে সুরধ্বনি।।
রক্তমেখে ভুমিষ্ঠ হয় প্রতিটি অক্ষর
নতুন প্রজন্মের দিকে বাড়ায় দুটি হাত;
শব্দের আলোড়নে জ্বলে উঠে নক্ষত্র
যখন অন্ধকারে আচ্ছন্ন নিঃশব্দ রাত ;
(রক্তমেখে ভুমিষ্ঠ হয় আমার প্রতিটি অক্ষর)
১৩ এপ্রিল, ২০১৭
ঢাকা, বাংলাদেশ