কেউ বা নারী স্বর্গের দেবী
কাণ্ডারী এই সংসারে
কেউ বা নারী কুমন্ত্রনায়
ভাঙ্গে হৃদয় প্রহারে ।।
কেউ বা নারী ধূর্ত অতি
হিংসা ক্রোধে হারায় জ্ঞান
কেউ বা করে স্বর্গ সৃজন
ভক্তি-মন্ত্রে করে ধ্যান।।
কেউ বা নারী, অহংকারী
কলুষ ভরা অন্তরে
কেউ বা নারী সত্যব্রতী
যজ্ঞেশ্বরের স্তব করে ।।
সেই তো নারী পূজ্যনীয়
সকল গুণের কর্ণধার
যুগে যুগে মায়ের কোলে
জন্ম হোক সে শতবার ।।
১১/৫/২০২১