প্রসন্ন হও! এই দুর্যোগে, রুদ্ধ পথে
বিপদ সমাকীর্ণ-ভীতপ্রদে
ত্রাহি ত্রাহি করে কুল নাহি পাই
ধরা দাও-
কে তুমি আছো প্রবল বিশদে!
উদভ্রান্তের মত ছুটি দিগ্বিদিক
মঙ্গল করো, হে  নাথ
কে আছো অলখে-
জানি না এপথ ভুল নাকি ঠিক!!
বড়ই পরিশ্রান্ত মন-তপ্ত নয়ন
ডুবে যাই সংসার সাগরে
হে পুণ্যবান-
এ হৃদয় ভেঙ্গে করো নির্মাণ
তোমার সেবার তরে
গৃহে যেনো আর না ভোলে মন,
যেনো গান গেয়ে পরে রই পথের পরে !