ভুলে যাও, কি দুঃখ জাগে আর্শিতে
সেজে উঠুক নবান্ন আর্দ্র ভূমিতে,
পৃথিবী পুস্পিত হোক রৌদ্রে, বসন্তে
ভরা থাক যৌবন বয়সের অন্তে ।।
পিছনে মলিন বাসনা থাক না পড়ে
পূর্ণিমার লাবন্য সদা থাক মুখ পরে
মন পাখা মেলুক সুদূরে, মেঘ বিহঙ্গে
বৃষ্টির কাঁপন জাগুক এ পোড়া অঙ্গে।।
ক্ষুধার্ত মায়ের আঁচলে ফসলের ঘ্রাণ
মৃত্যুর কালে শুনি তব জন্মের গান
অদৃষ্টে না থাকুক সুখ, দুঃখ অনন্ত
পৃথ্বী-অরণ্যে সুধা ঢালি শেষ পর্যন্ত ।।
আলোকহীন ঘণ এই পথ দূরপ্রসারিত
ঘোর আচ্ছাদনে না হই ভীত।
রৌদ্র তাপ ফুরায়ে যেদিন
আসবে বৈশাখের প্রথম বৃষ্টির দিন
তোমার কাছে এই তৃষ্ণার
আছে যে অনেক ঋণ।।
রচনাকাল: ২০ এপ্রিল, ২০২২
বোশেখের প্রথম বৃষ্টির দিনে