ভুলে যাও;
বললেই কি আর ভোলা যায়?
চেষ্টায় মানুষের ভালো ফল ভোগ হয়
তোমায় ভুলে থাকার বৃথা চেষ্টা করিনি
ফল যা পেয়েছি তা মৃত্যুর চেয়েও নির্মম।।
তুমি নেই, তাই বলে এখানে কিছুইতো থেমে নেই।
প্রতিদিনের মত সূর্য উঠছে, ডুবছে।
রোদের রঙ, বৃষ্টির শব্দ আগের মতই আছে।
ফাগুনে পাতা ঝরছে,
ঝরে যাওয়া রক্তস্রোত ঘেঁসে
আবারও জেগে ওঠে নতুন পাতা
শুধু বদলে গেছে আমার পৃথিবী
এখানে পাথুরে বুকে জমে আছে বিশাল শূন্যতা।
রাত্রির ঘণ অন্ধকার আটকে গেছে কান্নার পাহাড়ে।
বনে বনে ফুল ফুটে
পাখি গান গায়
শ্রাবনের ঝুরঝুর করে মেঘ ঝরে
আমার প্রতিটি নিঃশ্বাস থেমে থেমে বাজে
আকাশ ফেটে আগুনের গর্জনে বুক ফাটে
কানের কাছে কেবলেই শুনতে পাই
তুমি নেই, তুমি নেই
পৃথিবীর কোথাও তুমি নেই!!