প্রিয় রূপ
==========
কিরূপ তোমার দেখিলাম প্রিয়
ভুলিতে পারিনা কেন ;
তোমায় ছাড়া আর কারো নাম
অন্তরে জাগেনা যেন।।

তোমার মাঝে নিজেরে খুঁজি
তোমাতে হারাই বারবার ;
কেবলই ভাবি ঐ রূপে থাকি
চরণ দাসী তোমার ।।

ইচ্ছে করে সারাদিন গাই
তোমারই নাম বলে ;
চরণ ছুঁয়ে থাকি চিরকাল
তোমারে পূজার ছলে ।।

সারাটি দিন যতন করেও
যদি না ভরে এ মন ;
চরণ ধরে রইবো কবি
হোক বা তাতে মরণ ।।

তোমারে ভাবিয়া দিবস ফুরায়
রাত্রি কাঁদায়ে জাগে ;
কি ভাবনায় আমারে কাঁঁদায়
ব্যথা আর অনুরাগে ।।

সবারে ভুলি তবুও তোমার
ভুলিতে চাইনা আর ;
দাসী হয়ে যেন এই জগতে
ফিরি আসি বারবার ।।

(২৮ নভেম্বর, ২০১৬ সালের পুরনো একটি লেখা)