তোমারে সখা পেয়েছি যখন
হারাতে চাই না আর
তুমি যে আমার গীত সাধনায়
কণ্ঠেতে মনিহার।
আঁখিতে তোমার কী যাদু প্রিয়
ফেরাতে পারি না চোখ
মনে মনে ভাবি তোমার হৃদয়
একান্তে আমারই হোক।
স্বপনে তোমার মধুমাখা নাম
জপি যে কতবার
আছো কাছে ভেবে, সরে যায় সব  
বিপুল বিষাদ ভার।
মজে থাকে মন তোমাতে কেবল
আর কিছুতে না ভোলে
তোমার রূপেই নেচে ওঠে মন
সুখের তরঙ্গে দোলে।
জগতের পরে কত খ্যাতি তোমার
আমি যে ক্ষুদ্র অতি
তবুও নীরবে, সুখ-প্রেমভাব
জেগে ওঠে তোমার প্রতি।