কোথায় তোমার শক্তি প্রভু, দেখাও একটিবার
নাফ নদীটা রক্তে ভাসে, মানুষের হাহাকার ।।
খুনের নেশায় নাচছে ওরা, হাসছে কুলাঙ্গার
নয়কো মানুষ পশু ওরা, ঘৃণ্য জানোয়ার ।।
কোথায় আজ বুদ্ধদেব ঐ, মুখ লুকালো লাজে
কেমন তাঁরে করছে পূজা, ঘাতক ভক্ত সাজে ।।
মানবতা বিলীন ধূলায় ধুকছে মহাপাপে
খুনির পোশাক পরলো যারা মরবে অভিশাপে ।।
আরাকানে জ্বলছে আগুন, পুড়ছে নরনারী
দুধের শিশুর কান্না দেখে, বইছে বাতাস ভারি ।।
কোথায় আছ হে ভগবান, কোথায় আল্লাহ্ প্রভু
জগত তোমার নরকপুরি, দেখলেনা তো কভু ।।
মায়ানমারের মৃত্যুপুরে, বাড়াও তোমার হাত
বন্ধ করো জুলুমবাজি, ঘুচাও রক্তপাত ।।
এই জগতের স্রষ্ঠা তুমি, তুমিই শক্তিধর
নরপশু করো ধ্বংস, থামাও ভীষণ ঝড়।।
৭ সেপ্টেম্বর, ২০১৭