পরশ
....................
আমি তোমার সবখানেতে রই
সারাটি দিন কিংবা গভীর রাতে
চোখটি মেলে দেখবে যখন, পাবে
ঘুমের মাঝেও রইব আখিপাতে।।
সকাল বেলায় রইব দুয়ার পরে
ঝরাপাতায় কিংবা ভেজাঘাসে
সারা অঙ্গে জড়িয়ে ছিলাম হেসে
হেঁটেছিলাম তোমার পাশেপাশে।
ভুলবে আমায় এমন সাধ্য নেই
সবখানেতে ছায়ার মতই থাকি
অন্ধকারে দেখতে না পাও যদি
বসন হয়ে জড়িয়ে তোমায় রাখি।।
উদাস দুপুর লাগবে যখন একা
আমায় মনে পড়বে সবার আগে
আকাশ পানে হাত বাড়াবে যবে
বৃষ্টি হয়ে ঝরবো আনুরাগে।।
বিকেল হলে রামধনুটার রং
ছড়িয়ে দেবো বৃষ্টি ভেজা চোখে
মুখের পানে রইবো চেয়ে চেয়ে
বেলা শেষে আধো আলো মেখে।।
পূজোর ঘরে জ্বালবে যখন বাতি
ভজন সুরে ভরবে যবে বাতাস
ধূপের গন্ধে রইবো আমি মিশে
তোমার সাথেই করবো বসবাস ।।
প্রদীপ হয়ে জ্বালবো মনে আলো
অন্ধকারে কাটবে যখন একা
ক্লান্ত দেহে মুদবে তোমার আঁখি
সবখানেতেই পাবে আমার দেখা।।
সবার আগে ঐ দুটি চোখ চুমি
রোদ হয়ে রোজ উঠবো হেসেহেসে
জনম জনম সুখের পরশ মেখে
তোমার সাথেই থাকবো ভালোবেসে।।
১ ফেব্রুয়ারি, ২০১৭