যখন দু’চোখ জলে আমার ভরে
তার ছায়াতে তোমার মুখটি ভাসে
জানি তুমি ফিরবে না আর ঘরে
লুকিয়ে আছো দূরের পরবাসে ।।
দেয়াল পরে তোমার ছবি রাখা
যখন ডাকি নীরবে দাও সারা
ঘুমে যখন দুচোখ বুজে আসে
দুঃস্বপ্নেও দাও এসে পাহারা ।।
ইচ্ছে করে, জড়িয়ে থাকি বুকে
ভয়ে যখন দুরুদুরু কাঁপে বুক
অসীম সাহস জাগাও এসে মনে
ভেসে ওঠে মায়াভরা সেই মুখ ।।
তোমার মত কে আছে সংসারে?
নিতে পারে সকল দুঃখের ভার
বাবা তুমি সকল সুখের আধার
তুমি আমার জন্মের অহংকার ।।
তোমার আমার ভিন্ন দুটি পথ
তবুও আমরা পথ চলি একমনে
পাহাড় পথে কিংবা গহীন বনে
ছায়ার মত থাকো সংগোপনে ।।
তোমার অভাব নিত্য এই সংসারে
আর কি তোমায় কেঁদে পাবো ফিরে ?
মৃত্যু নদী পার হয়ে আজ তুমি
মিশে আছো লক্ষ তারার ভিড়ে।
তুমি আমার পরম পুরুষ পিতা
তোমার স্নেহ স্মরি জীবন ভরে
তুমি আমার সূর্য, আলোর দেব
নমি বাবা, তোমার চরণ পরে ।।