পুনর্জন্ম
======
আজকে আমার নিথর দেহ রইল পড়ে
বিদায় কালে করছে সবাই আহাজারি
এখনই তো হয়নি সময় ফিরে যাবার
তবে কেন অসময়ে ডুবলো তরী ।।

ছিলাম আমি বিভোর হয়ে জগতমাঝে
মৃত্যু এসে হাত বাড়িয়ে নিল কাছে
রইল পড়ে সকল খেলা দিনের শেষে
মাটির কাছে রঙিন বসন হলো মিছে।।

শুনলো না সে কোনো ওজর নীরব বিনয়
ফিরিয়ে নিলো সকল ফেলে দীনবেশে
জানতো না মন জীবন খেলা সাঙ্গ হলে
পরপারে পৌঁছে যাবো এক নিমেষে ।।

শেষ দমটা আটকে গেছে বুকের ভিতর
অচিন পাখি পালিয়ে গেছে খাঁচা ছেড়ে
রইল পড়ে সকল আহার বেশভূষণ
সাদা কাফন জড়িয়ে নিলাম অঙ্গজুড়ে ।।

কেউ তো এসে শুনলো না মোর কত ব্যথা
নিজের বোঝা আপন মনে বইছি কাঁধে
চার সাজোয়া আজ খাটিয়া লইল তুলে
বিদায় কালে নিথর দেহ জড়িয়ে কাঁদে ।।

কিই বা ক্ষতি আর একটি দিন থাকি যদি
গললো না তাঁর পাষাণ হৃদয় এই বেদনে
অভিমানে তাইতো দুচোখ রইলো বুজে
কত স্বপন হয়নি প্রকাশ এই শয়ানে !!

সাজিয়ে দিল নিথর দেহ কতক রূপে
আর কি জনম মিলবে? হবে ফিরে আসা ?
সকল জনা ভুলবে, মাটিই হবে আপন
অনাবৃত দেহের ভাজে বাঁধবে বাসা ।।

গত পুণ্যে পেয়েছি এই ছোট্ট জীবন
আত্মসিদ্ধ হয়নি সকল রইল বাকী
ঝড়ের ভয়ে জীবন নদে বয় নি তরী
ক্লান্ত দেহে ঘুমিয়ে কত দিলাম ফাঁকি ।।

আবার আমার ইচ্ছে করে ফিরি ভবে
থাকতে জীবন মরব না আর ক্লান্তভারে
পুনর্জন্ম দেহে বিধি দাও আমারে
জড়াবো না পঙ্কিলতায়, অহংকারে ।।

১৪ অক্টোবর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।