পিশাচ
রুষ্ট যে মন দেখে দেখে, কুকীর্তির উত্থান
জ্যান্ত নরের শরীর পুড়ে, জ্বলে ওঠে শ্মশান।
বিস্ময় ভরা দুই চোখ করে, অবিরল ক্রন্দন
মেতে ওঠে লোভ লালসায়, সুদখোর মহাজন।
ক্ষতের পরে বাড়ছে ক্ষত, হোঁচট খেতে খেতে
আত্মসাতে খবিশ চোরায়, উঠছে তবুও মেতে।
প্রলয় ডোরে মাতম করে, অভাগা কোন্ জন
ওষ্ঠাধরে হাসি কারো, জোগায় আবাল মন।
ধর্মভেদের কলুষতা, পিঞ্জরে দেয় আঘাত
খড়গ মেরে দীনের মাথায়, বসে ধূর্ত নাথ্।
এসবে তো মানুষ জাতির, মান গেল মান গেলো
পিশাচ যারা, মানব দেহের, রক্ত গিলে খেলো।