পাথর বাড়ি
======
এক নিশ্চুপ পাথর বাড়ি !!
ইট বালি সিমেন্ট থরেথরে সাজানো
শিল্পির আশ্চর্য্য কারুকাজে ;
কেউ কি শুনেছ করুণ রাগিনী
গভীর রাতে কিংবা ভর দুপুরে
তারই বুকের ভিতরে বাজে !!!
একবার দাঁড়াও পথিক
দেখে যাও কতটা অন্ধকার, নিস্তব্ধ ;
আলতো করে ছুঁয়ে যাও
ভেসে আসবে পাথর ভাঙ্গার শব্দ !!