নদীর স্রোতে নৌকা ভাসে
করে এপার ওপার
বৈঠা হাতে আমি যে হই
পাড়ের মাঝি সবার ।।
ঘাটে ঘাটে নৌকা ভিড়াই
ঘাটের মায়ায় থাকি –
জলের সাথে বসত আমার
জলে দু’চোখে মাখি ।।
নদীর ঢেউয়ে নৌকা দোলে
প্রাণে জাগে সুর
অচিন মাঝির ডাকে আমার
জলেতে হয় ভোর ।।
ডাঙ্গায় কেহ নেইকো আপন
ঘর বাড়িও নাই -
নদীকে তাই আপন মেনে
পেলাম খুঁজে ঠাই ।।
সবাই ফেরে আপন ঘরে
যখন ডুবে বেলা -
তখন করি নিজের সাথেই
এপার ওপার খেলা ।।
বৈঠা হতে আমি যে হই
পাড়ের মাঝি সবার –
খেলা শেষে আমায় মাঝি
করবে আমায় পাড় ।।
১০ এপ্রিল, ২০১৬।