পাড়ের ডাক
----------------
পাড়ে যাবার ডাক যদি আজ আসে
তোমার আগেই পৌছে যাব আমি
হাত দুটি আর নাইবা রইলো হাতে
ফিরে যাবার দুঃখ ভুলো স্বামী ।।
রইবে আমার সকল গাঁথা গান
বিদায় পথে বাজবে অনুরাগে
সেদিন তুমি আর ফিরো না কেঁদে
না হয় আমি গেলাম একটু আগে ।।
চলে গেলেও ছাড়বো না তো পিছু
যেখানে যাও ঘুরবো ছায়ার মত
এত মায়া কেমনে রইবো ভুলে
ভাবলে অশ্রু ঝরছে অবিরত ।।
আমার কথা পড়লে তোমার মনে
বুকের ভিতর উঠবে দীর্ঘশ্বাস
আকাশ থেকে আনবো মেঘের সাজ
বৃষ্টি সুধায় ভরবে চারিপাশ ।।
যখন ঘরে লাগবে তোমার একা
পাখি হয়েই বসবো ঘরের চালে
খুঁজবে যখন দূর আকাশে আমায়
ব্যথা হয়ে বইবো চোখের জলে।।
রোজ সকালে ভাঙবে যখন ঘুম
চোখের তারায় রইব আমি মিশে
সারা রাতের স্বপ্নটুকু মেখে
তোমার বুকেই উঠব আমি হেসে ।।
এমনি করে উঠোন পেরিয়ে আমি
রোদের মতই জড়িয়ে রবো গায়ে
যেমনি ছিলাম সকাল বেলার সুর
আড়াল থেকেই উঠবো তবে গেয়ে ।।
একলা ঘরে মন যদি না বসে
বেড়িয়ে যেও কবর বাঁধা গাঁয়ে
ক্লান্ত দেহে চলবে তোমার পথ
ধুলো হয়ে জডিয়ে রবো পায়ে।।
পাড়ে যাবার ডাক যদি আজ আসে
ছাড়তে তোমায় বাড়বে বুকের ভার
আর কটা দিন থাকতে দিও মাঝি
নৌকা এখন ভিড়াইও না আর ।।
৩১ মার্চ, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।
রাত ৩.০০টা