রোজ কবিতা লিখি-
ওরা কবিতা বোঝে না।
ওরা সকাল বিকেল কর্মহীন
ফিরে যায় কবিতার নিরর্থ ডাক
ওদের ক্ষুধার্ত পেট কেবল অন্ন খোঁজে ;
কবিতায় কত সুধা ঝরে
ওদের ক্লান্ত চোখ ভোলে না কিছুতে
ওরা কেবল ফসলের ক্ষেতে
সমান্তরাল আইল বোঝে।।
রোজ কবিতা লিখি-
ওরা কবিতা বোঝে না।
কবিতার কোটরে কত অম্লজান
তার গন্ধ ও বাতাস ওদের মুগ্ধ করে না
ওদের বুকের খাজে বন্ধ নিঃশ্বাস ;
ওদের কপালে ফুটে ওঠে শেষ ভাগ্য রেখা
মৃত্যুর অন্ধকারেই জীবনকে খুঁজে খুঁজে,
কেবল বাঁচার জন্য বাড়ে ব্যাকুল দীর্ঘশ্বাস ।।