সীমানায় যতটুকু মাটি এই বাংলার
ফেটে দুভাগ হয়ে যাও
তারপর -
ওদের কবরে টেনে নাও;
যারা রক্ত পান করে, করে ধ্বংস-
তোমার উদরে গলিত হোক
বজ্জাতের হাড় মাংস!

যতটুকু আকাশ, ফেলো বজ্রের অগ্নিবাণ
মরে যাক বিবেক বর্জিত প্রাণ-
যারা এদেশের কুলাঙ্গার সন্তান।
যারা অস্ত্র হাতে উল্লাসে মাতে
লাশের গন্ধ মিছিলে পাতে সজ্জা
আজ‌ই রাতে, কিংবা প্রভাতে
পোড়াও তাদের অস্থিমজ্জা!

বলো পদ্মা যমুনা!
লাগে আর কত জল, গভীর অতল!
পাষণ্ড-অমানুষ বাঙালিরে করো গ্রাস
আর কে স‌ইবে এত বেদনা!
বিনাস হোক দানবের সর্বগ্রাসী ত্রাস!

হে ঈশ্বর!
ওরা তোমার চেয়েও শক্তিধর!
ওরা দেবালয়ে করে উন্মত্তগীতি
নাই ওদের হৃদে প্রেম ও প্রীতি!
কত ঘাত-প্রতিঘাত, ক্রন্দন- কলহ
কেন তুমি পারো নাই থামাতে যুদ্ধ-বিগ্রহ ?
এবার মুখ ঢাকো লজ্জায়
লুকিয়েই থাকো লতায় পাতায়-
আকাশ ও মাটি মিলে রক্তের মোহনায়
নদীর জল‌ও আঝোরে কেঁদে যায়
কেবল-
মানুষরূপী দানবের হিংস্রতায়!!

রচনাকাল
১৯/৭/২০২৪
Minu Goretti Corraya
মিনু গরেট্টী কোড়াইয়া