জীবন ব্যাপী যার কর্ম চমৎকার
মৃত্যুর পরেও তাঁর মহিমা অনিবার ।
কত বর্ষ, কত যুগ অবিশ্রান্ত যাগে
ফুটাইয়াছে মনুষ্যত্ব নন্দিত বাগে।
আত্মাতো অবিনশ্বর দেহ হয় ক্ষয়
পরম স্পর্শে জীবন হয় রূপময়।
কবরে শান্ত দেহ, হৃদয়ে স্বর্গদ্যুতি
মরণের পরেও তার থাকে যশ-স্তুতি।
যতক্ষণ বাঁচে দেহ যপি আনমনে
ঈশ্বরের সুখ্যাতি করি যে ভজনে ।।
থেমে যায় কোলাহল মৃত্যুর ভীড়ে
সহসাই মৃত্যুর রথ থামে এসে তীরে ।।
জীবন হতে ক্ষণিক দূরে মৃত্যু নদী
ওপারে ভগবানের দেখা পাই যদি ।
জীবনে সব কাজ করি যদি ভালো
পরলোকে প্রাণ পাবে অমৃত আলো।
-প্রিয় শিক্ষক অসীমা সরকারের মৃত্যুতে-