ওখানে কথা নাই, কান্না নাই
দুঃখ-তাপের নাই খেদ
ওখানে কেবলই আলো
নাই ক্ষমতার ভেদাভেদ ।।
ওখানে নাই বিদ্রোহ
নাই দুর্ভাগার পরিতাপ
ওখানে বয় অমল হাওয়া
নাই শয়তানের অভিশাপ ।।
ওখানে মৃত্যুর শয্যা নাই
নাই হারাবার কোনো ভয়
পাই অমরকানন-দেবলোক
ওখানে স্বর্গ পরম আশ্রয় ।।