হে ঈশ্বর! তোমারে পাই,প্রতি নিঃশ্বাসে
জানি  জগতে এমন কেউ নাই, তুমি ভিন্ন
রাখি পুষ্পে-মাধুর্যে, থাকো ভরা বিশ্বাসে
পিতা-পুত্র-পবিত্রাতায়, ললাটে আঁকি চিহ্ন।

গৃহ-সংসার গড়েছি, তোমার ছায়াতলে
তোমার মাঝেই আনন্দ, পাই মুক্তির স্বাদ
ডুবে রই ধ্যানে, হেরি ঐমুখ পলেপলে
ঘুচে যায় সকল দীনতা, দুঃখ ও বিষাদ।

ক্লান্ত দেহ ও মনে, যখন আসে ভার
তোমারে স্মরি, মগ্ন থাকি অনুক্ষণ
তোমার প্রেমেই বাড়ে, যত অহংকার
চরণ বেদীতে সপি, ক্ষুদ্র ধন ও মন।

তোমারই নাম গাই যেনো, মধুর বীণায়
জীবন যাপি সদা, তব সেবার তরে
মনে ভক্তি থাক  নিরন্তর, দৃঢ়-নিষ্ঠায়
চিরকাল রাখো স্থির, ঐ চরণ পরে।

ধরো ওগো প্রভু আমায়, ক্ষুদ্র এই জীবন
কর্মে নিমগ্ন রাখো, এই বিপুল সংসারে
ক্ষমা করো অজ্ঞতা যত, আমি অকিঞ্চন
সম্মুখে ফুটাও আলো, সকল আঁধারে ।।

যত দিয়েছ ভার, তারে করি নমস্কার
বিফলে না যাই যেনো, ভ্রমে কোনকালে
শক্তি দাও, হে ঈশ্বর! তুমি যে সবাকার
যেনো বাঁচি-মরি, পিতা-পুত্র-পবিত্রাতায়-
চিহ্ন এঁকে কপালে।।