ওগো মেঘ-
আমারে কি তার পড়ে না মনে?
বুঝবো কেমনে!
যদি বৃষ্টি না ঝরে দু’নয়নে !
আলোর দেশে তার মজেছিল আঁখি
তাই ঐ আঁখিপানে চেয়ে চেয়ে থাকি!
জানি না কী সুখে
সে ডুবে গেছে মৃত্যুর মুখে!
তারেই খুঁজি নিদ্রিত আকাশে।
করুণ আকুতি নিরুদ্দেশে ভাসে
সেকি তবে জানে না?
যদি ঐ মুখ কালো মেঘে ঢাকে
সময় মন্দে কাটে-
এ জীবনও মরে দুর্বিপাকে!
ওগো মেঘ, আমারে কি তার
পড়ে না মনে আর?
বাড়াবে সে কত দুঃখ-ক্লেশ!
ক্ষত বিক্ষত অতীতের রেশ
তবে সকলই পুড়ে হোক অঙ্গার !