ওগো দেবী, প্রসন্ন হ‌ও
আমারে করো গো উদ্ধার;
তুলে নাও বাধা আমার
দগ্ধ এই কণ্ঠহার !!

তোমারে পাই, এমন করো
তোমার মত সতী;
শত দুঃখেও ব্যথিত না হ‌ই
হ‌ই গো সত্যিব্রতী !!

মনে যা আছে, হোক শান্তির
মুখে ল‌ই সুবচন ;
সংসারে সায়রে থাকি যেন
সদাই লক্ষ্মীর মতন !