অবশেষে ফিরবে তুমি জানি
তাই, রেখেছি দুয়ার খুলে ;
যেই রূপ তোমায় আমারে ভুলায়
সেই মোহ যাবে ভুলে !!
মেঘ ডাকলে তোমার আসার
পাই যে পূর্বাভাস
এমনি করেই বুকের ভিতর
বাড়ে যত আশ্বাস ।।
হয়তো আসবে মনের ভুলে
হয়তো কোনো ছলে
দেখবে এ চোখ সেই আশাতে
ভাসছে সুখের জলে।।
অবশেষে ফিরবে তুমি.....
১৮ মার্চ, ২০১৮।।