অভাবী ভোর
পৃথিবী জুড়ে অভাবী মানুষের অবিরাম হাহাকার
ঘোচে না দারিদ্র, পেতেছে মহা দৈন্যতার সংসার
করোনার প্রবাহে ক্রমশঃ যেনো থেমে থাকে দাড়
রাখিনা খবর তাদের, নিই না তাদের দুঃখের ভার ।।
ক্ষুধায় বেদনাগ্রস্থ পীড়িত দেহ, থাকেনা মনে জোর
প্রতিদিন অভূক্ত রাত আসে, উঠোনে অভাবী ভোর
শিশুর ম্লানমুখে মেঘ জমে, কেঁদে কেঁদে করে শোর
আমি তাদের কথায় কবিতা লিখি, বন্ধ করে দোর ।।
কেবল বেঁচে থাকার ব্যাকুলতায়, লাজ-লজ্জা ভুলে
অভাবী মানুষেরা ভিক্ষা মাগে দ্বারে দ্বারে হাত তুলে
ক্ষুধার্ত শিশু মায়ের আঁচলে, ভার হয়ে থাকে ঝুলে
আমি তাদের ব্যাথায় বীণা বাজাই, সুধা কণ্ঠে তুলে।।
২১ মে, ২০২০।