আকাশকে বলি আমায়
তুলে নাও মেঘ করে;
বৃষ্টি হয়ে তার ঘরে
ঝরি অঝোরে ।
সদাই দুঃখ আমার
মলিন বদন;
তার চেয়ে ঢের ভালো
হোক ভারি বর্ষণ ।
দুয়ার পরে তার
হই থইথই জল;
নিভে যাক সকল
দুঃখের অনল।
প্রেমহীন জীবনের
মোহ মায়া ক্ষীণ
বৃষ্টির হৃদয় জুড়ে থাক
রামধনু রঙিন।
ফুটন্ত ধূলিকণায় যেনো
আর না সহে মন;
ও আকাশ ডেকে নাও
মেঘের মতন ।।