নষ্ট বিবেক
======
নারীর দেহ অঙ্কিত আজ
লালসার রক্ত লেগে;
ক্ষোভের আগুন নীরবে জ্বলে
বিষাদ ধেয়ে আসে বেগে।।
বর্বরতায় ছেয়ে গেছে সমাজ
ধর্ষিতা নারী-শিশু;
বিকারগ্রস্থ উলঙ্গ  বিবেক
উল্লাস করছে পশু ।।
মানুষ হলেও ঘৃণিত ওরা
দুচোখে দূষিত তৃপ্তি;
অভিশপ্ত নরকের কীট
কুৎসিত মনোবৃত্তি।।
নির্মম শঠতার হয়না শাস্তি
যন্ত্রণা পোহায় নারী;
হিংস্র থাবায় দলিত বস্ত্র
খণ্ডিত রোধের তরবারী ।।
দিনদিন বাড়ে হিংসা প্রকোপ
ক্ষয় হয় বিশুদ্ধ নগরী;
মৃত্যু মন্ত্রনায়, নির্বাক চেতনায়
লাঞ্ছিত সমাজ গড়ি।।
নির্বোধ জাতির নষ্ট বিবেক
বিকলাঙ্গ হাড় মজ্জা;
অপরাধবোধ ঘুমিয়ে থাকে
নির্বাক চেতন লজ্জা ।।
কে তুমি পারো দেবতা হতে
রসুল কিংবা যীশু;
রক্ষা করো, কন্যা-কুমারী
নিঃষ্পাপ পুত্রী  শিশু ।।

...বৃষ্টিরানী....

৭ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।