ঘরের মায়া ছাড়তে চায়না আমায়
তবুও বাহির হলাম নদীর টানে
শক্ত হাতে পাড়ের বৈঠা ধরি
ভাসাই নৌকা ভাটিয়ালী গানে।।
নদীর স্রোতে কিযে ভীষণ মায়া
আলগা করে অন্য সকল বাঁধন
কেমন করে ভুলিয়ে সকল দুখ
সবার চেয়ে হয়ে উঠে আপন।।
একলা নদীই সকল বেদন বয়ে
যায় হারিয়ে ঢেউয়ের সাথে দুলে
নতুন করে বাঁধি যে ঘর চরে
নদীর বুকেই বাঁচি সকল ভুলে।।
এইখানেতে রোদের ছায়া পড়ে
ঝিলমিলিয়ে উঠে নদীর জল
এরূপ আমি দেখি নয়ন ভরে
সুখে দুচোখ করে যে ছল্ছল্।।
জোয়ার ভাটা নিত্য আঘাত হানে
ভাঙে দুপাড় কাঁদে প্রিয় নদী
তবুও স্রোতের গান কভু না ফুরায়
নৌকা লয়ে বয় যে নিরবধি।।
দূরের আকাশ সারারাত্রি জাগে
চাঁদের কিরণ দেয় যে পাহারা
নদীর জলে এক হয়ে রই মিশে
মনমাঝি হয় সুখেই আত্মহারা।।
নদীর মায়া হাত বাড়িয়ে ডাকে
তাইতো ঘরে মন বসে না আর
উদাসী মন সকল মায়া ছেড়ে
নদীর জলেই করি এপার ওপার।।
৬ এপ্রিল, ২০১৬
ঢাকা, বাংলাদেশ।