নদী
===========
নদীকে আর নদীর মত মনে হয়না
স্রোতে দূরে ভেসে গেছে সব পলি ;
নীরব গভীর ব্যঞ্জনা আর কোলাহল
তীর জুড়ে জমে আছে শুধু বালি ।।

আসেনা চাঁদনী প্রহরে জোয়ারের সুখ
খেলে না আর রমনী থই থই জলে ;
স্রোতস্বিনী কন্যা বিলুপ্ত মোহনায়
পাহাড়ি ঝরনা নিঃশ্চুপ উৎসমূলে ।।

সকল উচ্ছ্বলতা ক্ষয় হয় নদী গর্ভে
থেমে গেছে নিঃশ্বাসের প্রবল  গতি ;
কোন মোহনায় মিলবে শেষের ধারা
ফিরবে চৈতন্য উন্মত্ত যৌবনের  মূর্তি।।

কবে সরব হবে পদ্মা মেঘনা গোমতি
পানসী নৌকা এসে ভিড়বে বধুর ঘাটে
আঁচল উড়িয়ে ছুটে চলবে সব নাও
চাষীর ফসল কবে দুলে উঠবে মাঠে ।।

কবে গর্জে উঠবে শান্ত ভাগিরথী
ভেঙ্গে গুড়িয়ে দেবে দুর্বল বালুচর
পলি জমে ফলবে সবুজ থরেথরে
স্রোতস্বিনীর আলো ঝরবে নির্ঝর ।।

নদীটি কবে জেগে উঠবে আড়ম্বরে
ভাসিয়ে নেবে যত নরকীট জঞ্জাল
তৃষিত বক্ষে জাগবে নতুন পলিভূমি
তীর ছঁয়ে গড়ে উঠবে অরণ্য বিশাল ।।

পাহাড় বেয়ে নেমে আসবে আলোর ধারা
উচ্ছ্বাসে যৌবনা যেনো দুর্জয় সেই নারী
বাধা পেরিয়ে মিলবে কালের মোহনায়
আমিও সেইরূপ নির্ভীক নদী হতে পারি !!

জলের সাথে হবে  চাঁদের সঙ্গম
পথ ভোলা মাঝি গাইবে নিরবধি ;
উত্তাল হবে জোয়ারে আসা স্রোত
নদী গর্ভে জন্ম হবে আরেক নদী ।।

২৬ আগষ্ট ২০১৭
ঢাকা, বাংলাদেশ।