উঠান জুড়ে বিস্তর রোদ-
চাঁদের জোৎস্নাও ভিটাতে আলো ছড়ায়
তবুও আকাশপানে আমার বড় তৃষ্ণা
তুমি মেঘ হয়ে ওড়ে গেছে দূরে
আমার অবসন্ন মন তোমায় ছুঁতে
তারার বনে হাতটি বাড়ায়। ।

কত যন্ত্রণা সয়ে সয়ে পার হয় প্রতিটি দিন
ঘুমহীন চোখে রক্ত ঝরে অবিরত;
তোমায় ছাড়া এভাবেই বেঁচে থাকা
ভাগ্যের কাছে যেনো হয়েছি অবনত ।।

বলোনি তো, এভাবে চলে যাবে
সব পথ করে রুদ্ধ, দিয়ে অভিসম্পাত ;
নিঃশ্বাস ভরা যেনো কঠিন পর্বতভার
এবার হাত বাড়াও, মেঘের দেশে ভাসাও
অন্ধকার ঘুচাও, হে আলোকনাথ ।।