নীল টিপে আটকে যেতো তার চাহনি
মধ্যরাতে ঘরে জ্বলে উঠতো আলো
ক্লান্ত নগরী ঘুমে নিঃশব্দ অচেতন
তখনও হৃদয় সমুজ্জ্বল জাঁকালো।।
হঠাৎ মেঘ জমে উঠে বিষন্ন আকাশে
এক এক করে নিভে যায় সব তারা
আহত নীল টিপ ঘন অন্ধকারে বিচ্যুত
মেঘের গর্জনে ভারি বর্ষণে ডুবে মরা।।
চোখে ভরা সমুদ্র গহীন তলদেশ নিংড়ে
খুঁজে বেড়াই আজ হারানো নীলটিপ;
এখনও গম্ভীর রাত ঘুমে জড়ানো চোখ
স্বপ্নে দেখি কপাল ছুঁয়ে আছে সূর্যদীপ।।
নৈরাশের অন্ধকার বিষন্ন সান্তনাহীন পথ
ছুটে চলি ধীর পায়ে ক্ষীণ আলোকে ;
গুপ্ত বাসনার ধন প্রিয় অঙ্গের শোভন
রাতদিন খুঁজে ফিরি সকলের অলক্ষে।।
নিরাশে ডুবে মরি মন ভুলেনা কিছুতেই
ঝিনুকে সাজানো অমূল্য হীরেপান্না
নীলাভ নয়ন সেচে সীমাহীন অন্তরতলে
সমুদ্রে মিশে রয় অবুঝ নারীর কান্না।।
নিঃশ্বাস ভারি হয়ে উঠে তরঙ্গ উঠে জলে
ছাড়েনা আমার কিছুতেই টিপের আসক্ত
মলিন বদনে নিষ্ফল নয়নে ক্ষীণ রোদন
আহত শব্দেরা রয়ে যায় অস্ফুষ্ট অব্যক্ত।।
সেদিন মোহনীয় রূপে আটকে যেত চাহনি
স্বপ্নের আকাশ ভরে যেত নীল জ্যোৎস্নায়
ডুবে মরি জলসমুদ্রে নীলটিপের সন্ধানে
জেগে উঠি আবার নিত্য নতুন আশায়।।
১৩ সেপ্টেম্বর, ২০১৭