নারী!
অবহেলার নয়, বিবাদের নয়,
বিদ্বেষের কারণও নয়!
নারী সত্যের, প্রভাতের ও সুন্দরের
অনাবিল সৌরভ আর গৌরবের
নারী মানসজাত, অতি প্রেমময় ।।
নারী মানুষের হৃদয়ে জেগে ওঠা
আশ্চর্য শান্ত অনুভূতির আধার
নারী প্রেমের-স্নেহের, অদম্য ধৈর্যের
স্বচ্ছ সরসী, ভোরের উজ্জ্বলতার।
নারী ক্ষুধার পৃথিবীতে মায়াময় বন্ধন
মরুময় প্রাণে শিশিরের আস্তরণ
নারী স্নেহের উৎস, স্নিগ্ধতায় ভরপুর
তার স্পর্শে বৃষ্টিস্নাত হয় উদাসী দুপুর।
নারী কমল রেণু, ফোটে আঁধার ঘরেও
ভাঙ্গনেও থাকে দীপ্তমান
বিষাদ না পারে তারে ছুঁতে
সবারে বাঁধে প্রেম ও গীতে
বাঁচায়ে মরে নিজের সম্মান।
নারী নিজের মনেই দুঃখ লুকায়
সংসার মাঝে থাকে নিমগ্ন- ভক্তি ও পূজায়
উঠুক ঝড় কি প্লাবন- হাসে অনুক্ষণ
নারী মিশে থাকে সকলের সত্তায় ।