নারী, তুমিই শ্রেষ্ঠ
==============
নারী
তুমি অনন্যা। মহীরূপে সর্বত্র বিরাজ
অন্তহীন উদ্যম সুশ্রী, হও মহীয়ান;
দুরূহ পথে তুমি অগ্রজ, তুমি সেনা
রণক্ষেত্রে নির্ভয়ী, নিক্ষেপে বিষবাণ ।।

বাজাও কঙ্কণ, রাঙ্গাও পদধুলি
তুমি মাতা তনয়া, উচ্ছ্বল হরিণী
তুমি খর্গ তুলে হানো দানবেরে
তুমি চির অম্লান, হও চির রমণী ।।

নারী
উদ্ধত করো শীর, তুমি পর্বত আরোহী
নির্মল রূপে স্থির, প্রসারিত দুই বাহু
শ্রীরামের প্রিয় তণয়া, তুমি দেবী
তুমি নির্ভীক, নাশ করো যত রাহু ।

তুমি সরলা, তুমি চির ধৈর্যে সহিষ্ণু
হৃদে সদা ধরো স্নেহ ভরা প্রীতি
তুমি ব্রতী অক্লান্ত গৃহ সংসারে
ভক্তিভরে হও পূজারী, গাও গীতি ।।

নারী তুমিই শ্রেষ্ঠ !!!!

তোমার স্পর্শে প্রাণ পায় পুরুষ
সবল ক্ষুধার্ত শিশু দুগ্ধপানে
হও নির্ভয় আগুনের রোষে
জাগে কচি বসন্ত সুরেলা গানে  ।।

সকল নারীর প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা জানাই

৮ মার্চ ২০১৮
ঢাকা।