নারী শক্তি দিবে শান্তি, মুক্ত হবে ভার
বন্ধ হবে নারীর প্রতি সকল অত্যাচার।
নারীর জীবন মূল্য অতি, নারী রত্ন ঘরে
মানবতা উঠুক জেগে, সকল নারীর তরে।।
নারী-পুরুষ সবাই সমান, নেই ভেদাভেদ আর
নারীর পক্ষে লড়বো সবাই, করো অঙ্গীকার।
কন্যা-জায়া-ভগ্নি-মাতা, কাণ্ডারী সংসারে
তবুও নারী নিজের গৃহে, মরে অত্যাচারে।
শ্রদ্ধা করো নারীর প্রতি, নারীই পূণ্যজাত
রক্ষা করো নারীর জীবন, বাড়াও দুটি হাত।
নারী গর্ভে পুরুষ তুমি, নারী তোমার মাতা
গর্জে ওঠো ! নারীর প্রতি থামাও সহিংসতা।