নারী
======
উচ্চ শিরে বাঁচুক  নারী সবার ঘরে
তারাই স্নেহের জগত মাতা ভক্তি মতি ;
হেলায় ফেলায় আর করোনা ভগ্ন তারে
এই সমাজে নারীর জীবন মূল্য অতি ।।

রুখতে পারে সকল বিপদ নিজের হাতে
অন্ধকারে রাখতে পারে প্রদীপ জ্বেলে ;
নিজের জীবন উজার করে দেয় সহজে
চোখের অশ্রু আড়াল করে দুঃখ পেলে ।।

বাল্যবিয়ের কুফল যেনো না ছোঁয় তারে
সবার মনে উঠুক জেগে এই চেতনা
তারই শিক্ষায় আলোকিত হবে সমাজ
ঘুচিয়ে দেবো অজ্ঞানতার সব বেদনা ।।

সংসারেতে ধরবে সে হাল শক্ত হাতে
দারিদ্রতার অভিশাপে পুড়বে না ঘর
জ্ঞানার্জনের একটু সুযোগ দিও তারে
সামলে নেবে সামনে যত আসুক না ঝড় ।।

মুছে ফেলো কুসংস্কার আর অন্ধ প্রথা
দাও জ্বালিয়ে জ্ঞানের আলো সবার মনে
অকাল দ্রোহে আর যেন না মরে নারী
আর যেনো না কাঁদে নারী সংগোপনে ।।

যতই থাকুক সংসারেতে দারিদ্রতা
রুখবে যত পথে বাধা, অসংগতি
কর্মগুনে বদলে দেবে ভাগ্যটাকে
দেখবে কত অদম্য এই নারীজাতি।।

অবহেলার দিন ফুরাবে আসবে সুদিন
মুছে যাবে আমানিশা বুকের ক্ষত
ঊর্ধ্বশ্বাসে পারে নারী আকাশ ছুঁতে
সুযোগ পেলে রুখবে নারী যুদ্ধ যত ।।

“বাল্যবিয়ে” আর যেন না হয় অভিশাপ
জাগুক নারী, বন্ধন থেকে হোক মুক্তি
আর রেখনা অজ্ঞানতার অন্ধকারে
আলোর দিকে চলুক  নারীর ধীশক্তি ।।

৬ আগষ্ট, ২০১৭।