নানান অজুহাত খুঁজি সুন্দর এই পৃথিবীকে এড়িয়ে চলার
কাশবনের বিশাল সমারোহ আমার কাছে বিষাদ লাগে
অথচ ঐখানে দল বেঁধে সকলেই ঘুরে বেড়ায় আমোদে
আমার মন পরে থাকে আকাশে, অমাবশ্যার কুসুম বাগে ।।
নানান অজুহাতে এড়াতে চাই পাখির গান, বৃষ্টির কলতান
ডুব দিতে চায় মন ঊর্মিল জলরাশির বুকে, অশান্ত লোকে
স্ফূর্তির হিল্লোলে প্লাবিত হয় দিনকালের অমোঘ ভাবনা
আঁধারের বুকে রচনা করি পথ, গান গাই আনন্দ শ্লোকে ।।
নানান অজুহাতে এড়িয়ে চলি সুখের সঙ্গম, সকল কোলাহল
দুয়ার বন্ধ করে, গোপনে কেঁদে, পূজার গৃহে জ্বালাই ধূপ
সুগন্ধি আতর ঘিরে থাকে চারপাশ, মন থাকে শান্ত-অবিচল
হৃদয় ভাঙ্গার শব্দ কেইবা শোনে কবে? তাই সকলেই নিশ্চুপ।।
নানান অজুহাত খুঁজি দুঃখ ভোলার, কেবল হাসি অকারণ
কপালের টিপ, চোখের কাজলে ফুটিয়ে তুলি দেহের সাজ
বিমোহিত রাখি মন, গোপনে করে যাই তাঁর নাম কীর্তন
কেবল আমিই জানি-
সেই নামে বুকের ভিতরে অবিরাম চলে রক্তের কারুকাজ।।
রচনাকাল: ১৪-০৩-২০২২