ন্যায়দণ্ড
========
আমি তো মানুষ!!
রক্ত শোষক, পিশাচও আমি;
অন্তরে বসে কুমন্ত্র, জপিছে অন্তর্যামী।।
বিষাক্ত কামনা ঝরে, অবারিত দুই চোখে
আমি নিকৃষ্ট নরকাসুর, কালান্তর-লোকে লোকে।।
হিংস্র কামনায় কদর্যতায়, থাকি নর্দমার কপাটে
আমি কুখ্যাত, কলঙ্ক চিহ্ন আঁকি ললাটে।।
শরীর জুড়ে আমার বহে বিষাক্ত নিকোটিন
সাজাই অধর্মে যজ্ঞ, বাজাই ধ্বংসের বীণ।।
দুরাত্মায় থাকি লিপ্ত, করি অতিশয় দুরাচার
থাকি নরকের গহ্বরে, আমি নরকের অহংকার।।
অনিষ্টের দেবতা আমি, শয়তান রূপে অভিন্ন
আমি অবাধ্য, বিশ্বদ্রোহী, মনুষ্যত্ব করি ক্ষুন্ন।।
আমি ঘৃণ্য, বীভৎস, যৌন কামনা করি পরিধান
আমি মানুষ, মহাপাপিষ্ঠ, আমি জগতের শয়তান।।
আমি নীতিভ্রষ্ট, ব্যাভিচারী, অতিশয় ভণ্ড;
করো শিরোচ্ছেদ, দাও মৃত্যু
দাও আজ ন্যায়দণ্ড।।
১৪ এপ্রিল, ২০১৮
ঢাকা, বাংলাদেশ