নবজাতক
=========
পাশবিক শক্তি যখন সত্য-সুন্দরকে বিনাশ করে
এক পুত্র সন্তানের স্পর্শে নড়ে উঠে নারীর গর্ভ ;
সে হবে মহান নবী রসুল, কিংবা পরম শাশ্বত বুদ্ধ
শক্তিধর কৃষ্ণ-যীশু, চূর্ণ করবে অহংকারীর দম্ভ ।।
হতে পারো তুমিও সেই নবজাতকের গর্বিত জনক
আমিই দেবকী, কখনো মাতা মেরী, আমি সেই নারী;
পরম শাশ্বত ভগবান, আলোর সূর্য, নবজাতক আমার
ধূলির ধরায় স্বর্গের অবতার, বহু শক্তির অধিকারী ।।
দিনের প্রথম সূর্য পূজিবে নবজাতকের চরণ ছুঁয়ে
দূর হবে বিষাদের গ্লানি, ঘুচে যাবে অভাব হাহাকার ;
মৃত্যুপুরী পাপের দুর্গন্ধে আর ভারি হবেনা বাতাস
অমৃত বাণীর ধারায় নাশিবে ঘোর সংকটের আঁধার ।।
নিপাত যাবে ধর্মান্ধের সংকীর্ণতা, ভন্ডের গোড়ামী
নিঃশেষিত পরমাত্মায় লোকবিশ্বাস আর আত্মানুভূতি;
যেখানে মৃত্যুভয়ে পরাজিত সৈনিকে হাতের তরবারি
সেখানেই পুত্র তার হবে দন্ডায়মান, যোদ্ধার সারথী ।।
নাশিবে পাপ অকল্যান দুর্নীতি ক্রোধ, কুকর্মের দূষণ
মিটবে যত ত্রাস-বিরোধ, গড়বে ঘুণেধরা ভাঙ্গা সমাজ;
জীবন সুশৃঙ্খল, লোকে লোকে হবে প্রেমপূর্ণ ভক্তি
অধিষ্ঠিত নারীর সম্মান, মুছবে যত কলঙ্ক নিন্দা লাজ ।।
অকালে ঝরবেনা মানুষের প্রাণ, অত্যাচারীর হবে নত
ধংস হবে কংস সব নরাধম, বন্ধ হবে যত রক্তপাত;
ঐ হাতে হবে অধর্মের নাশ, হবে দানবের পরাজয়
পশু শক্তির বুকে সজোরে আনবে অস্ত্রের আঘাত ।।
যেখানে হত্যাযজ্ঞে মাতে কুলাঙ্গার নরাধম, নরপশু
খণ্ডিত বিবেকবোধ অপছায়ায় আচ্ছন্ন সদা দিবাকর;
যেখানে অস্তমিত বিশ্বাস, বিরাজে ঘোর অহংবোধ
মশাল হাতে ছুটবে সেথায় সেই নবজাতক অবিনশ্বর ।।
১৫ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।