তুমি সাহসী দৃঢ় পৌরুষ
যৌবন দীপ্ত বিশ্বলোকে
আজও তোমার অমরবাণী
মর্মে বাজে, কাঁদে শোকে ।।
আঘাত করে ভাঙলে তালা
রাত জাগায়ে আনলে ভোর
সঞ্চারিলে শুদ্ধাচারের
আনলে প্রাণে বীরের জোর।।
সেদিন তোমার বজ্র বাণী
মেঘের চেয়েও দৃঢ়-কঠিন ;
তারই মন্ত্রে কৃষক-শ্রমিক
বাজিয়েছিল যুদ্ধের বীণ ।।
তুমি মায়ের ধ্রুব তারা
সিদ্ধি লাভের পূন্য ফল
তোমার নামে গায় পাখি সব
ফোটে পলাশ, জল-কমল ।।
মুজিব তুমি সংগ্রামী বীর
লক্ষ্যে যাবার আলোর পথ
মরণ মেনে যুদ্ধে যাবার
জাগিয়ে দেওয়া দৃঢ় শপথ ।।
ইতিহাসের পাতায় পাতায়
সগৌরবে তোমার নাম
শতবর্ষের সূর্য প্রাতে
মুজিব তোমায় করি প্রণাম ।।