এতকাল রূপের মাধুর্যতা বাড়াতে
অলঙ্কার পরে তার চারপাশে ঘুরে বেড়িয়েছি।
আজ মৃত্যুকালে বালা খুলে হস্ত মুক্ত করলাম,
দু পায়ের মল খুলে নিলাম পরম দুঃসাহসে
সকল দাসত্ব নিজ হাতে ভেঙ্গে মুক্তির স্বাদ নিলাম,
তারপর
আগুনজ্বালা চোখে
আকাশে অসংখ তারাদের মধ্যে
আমিও একটি তারা হয়ে জ্বলে উঠলাম।