জীবন দিয়েও হলো না মুক্ত
হায় রে জন্মভূমি-
বেঁচে আছো যারা নিরবে কাঁদ
কেমন বাঙ্গালী তুমি ?
দেশদ্রোহীরা এদেশের মাটিতে
টাকার পাহাড় গড়ে-
হতভাগ্য জনতার জন্য
মুজিবের হৃদয় পুড়ে ।।
মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু
চিৎকার করে উঠে-
লক্ষ মুজিবের প্রাণের ভিতর
শোকের বন্যা ছুটে ।।
নর পিশাচের হিংস্র থাবায়
অকালে যে প্রাণ মরে-
ফোটায় ফোটায় রক্ত ঝড়ে
মুজিরের দেহ ঘরে ।।
চল্লিশ বছর টুঙ্গি পাড়ায়
ঘুমায়ে আজও কাঁদে-
সীমাহীন শোকে স্বপ্ন তাঁর
ভরে উঠে বিষাদে ।।
রক্তের দাগ মুছে গেছে আজ
থামেনি তবু চিৎকার -
মরণ খেলা রুখতেই হবে
জাগো বাঙ্গালী আবার ।।
বাঙ্গালী জয়ের নিরব বাসনা
উড়াও আকাশ ভরে-
সেই দিন মুজিব চিরশান্তিতে
ঘুমাবে কবর ঘরে ।।
১৫ আগষ্ট, শনিবার ২০১৫